মোঃ মহিন, নিজস্ব প্রতিনিধি
ভোলা-২ ( দৌলতখান- বোরহানউদ্দিন) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহিবুল্যাহ খোকনকে প্রাণনাশের হুমকি ও প্রচার- প্রচারণায় বাধাঁ দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনী কার্যক্রম ও আইনসেবা কার্যক্রম পরিচালনার জন্য দৌলতখান বাজারের গার্লস রোডে একটি অফিস ঘর ভাড়া নেওয়ার পরপরই এই হুমকির ঘটনা ঘটে বলে জানান তিনি।
রবিবার (২০ শে জুন) দুপুর আড়াইটার দিকে ভোলা বার লাইব্রেরিতে এক সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, এবছরের গত ১০ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সফিউর রহমানের কাছ থেকে একটি ঘর ভাড়া নেন। সেখানে একটি আইন সহায়তা চেম্বার ও লাইব্রেরি চালুর প্রস্তুতি চলছিল। কিন্তু গত মাসের ২৮ জুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী চর খলিফা ৯ নাম্বার ওয়ার্ডের আলম শিকদারের ছেলে মোঃ হারুন ঘর মালিকের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করে তাকে ভয়ভীতি দেখায়। ঘর মালিকের ফোনে হুমকি দিয়ে চেম্বার ভাড়া না দিতে চাপ সৃষ্টি করায় আতঙ্কিত হয়ে ভাড়াটে অ্যাডভোকেট খোকনকে চেম্বার চালু না করার অনুরোধ জানান।
পরবর্তীতে অ্যাডভোকেট খোকনের একজন শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ সোহান হোসেন শুভ অভিযুক্ত হারুনকে ফোন করে তার পরিচয় জানতে চাইলে হারুন নিজেই তার পরিচয় নিশ্চিত করে।
এই ঘটনায় অ্যাডভোকেট খোকন দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরো বলেন, “জনসেবা ও নির্বাচনী কর্মকাণ্ড চালাতে গিয়ে যদি একজন আইনজীবী হুমকির মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে?
এবিষয়ে অভিযুক্ত হারুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।