ভোলা জেলা প্রতিনিধি…
আসন্ন ২৪ জুলাই লালমোহন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এর আগমন উপলক্ষে আজ এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ শোডাউনে শত শত মোটরসাইকেল নিয়ে কর্মীরা অংশ নেন। শোডাউনের নেতৃত্ব দেন বদরপুর ইউনিয়নের দক্ষিণ (বিএনপির ) সভাপতি মোঃ মারুফ হোসেন হাওলাদার, বদরপুর ইউনিয়নের যুবদলের সভাপতি মোঃ আনোয়ার জমদার এবং যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস মোল্লা ও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বিএনপির নেতৃবৃন্দ, যারা মেজর হাফিজ উদ্দিন আহমেদের সফর সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শোডাউনের শুরুতে এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, “২৪ তারিখের জনসভা লালমোহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের মাধ্যমে লালমোহনের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে।”
এসময় বক্তারা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
শোডাউনটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রধান মোড়ে এসে শেষ হয়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।