মনপুরা (ভোলা) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত “পারফরমেন্স বেজড গ্র্যানটস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম,এমইডিপি” এর আওতায় মনপুরা উপজেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ভাস্কর চন্দ্র নন্দী,
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ জনাব, মোঃ মাহবুবুল আলম শাহীন,
এবং মনপুরা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব
মোঃ এহসানুল ইসলাম জসীম।
এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ
অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে পারফরমেন্স বেজড অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধরণের অনুপ্রেরণামূলক উদ্যোগ শিক্ষকদের দায়িত্বশীলতা ও শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ আরও বাড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।