স্টাফ রিপোর্টার:
ভোলার সদর চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলীর ২ নং ওয়ার্ডের "বায়তুল আমান জামে মসজিদে দু'টি সিলিং ফ্যান বিতরণ করেন আর্ন এন্ড লিভ। অদ্য ২৬ জুলাই (শনিবার) আছর বাদ মসজিদের ভিতরেই সিলিং ফ্যান বিতরণের কার্যক্রম সম্পূর্ণ হয়।"
ফরিদা ইয়াসমিন জেসি, আর্ন এন্ড লিভ-এর প্রতিষ্ঠাতা, একজন অসাধারণ ব্যক্তি যিনি তার জীবন উৎসর্গ করেছেন সমাজের অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থে যা সমাজের মানুষদের জন্য স-ফুল ভয়ে আনবে। আর্ন এন্ড লিভ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে আর্ন এন লাইভ বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন এবং প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করে যাচ্ছে রিতীমত এর পরে সারা দেশজুড়ে স্বেচ্ছাসেবক বন্ধুদের মাধ্যমে আর্ন এন্ড লিভ সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেছে। স্বাবলম্বী প্রকল্প, বিশুদ্ধ পানি, শিক্ষা, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ স্কুল'সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যেমে আর্ন এন্ড লিভ মানুষের জন্য কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
আর্ন এন্ড লিভ এর আয়োজনে সিলিং ফ্যান বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, আর্ন এন্ড লিভ ভোলা জেলা টিমের সংগঠক নেওয়াজ শরীফ, ইকবাল হোসেন রনি, তানজিল হোসেন, মোঃ সুমন, বায়তুল আমান জামে মসজিদ সভাপতি মোঃ মনির হোসেন এবং মসজিদের ইমাম মাওলানা ফারান ইসলাম সহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।