২৬ জুলাই ২০২৫, শনিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
লালমোহন উপজেলা অটেডিয়ামের মঞ্চে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ বাবুল পঞ্চায়েত । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
জনাব,আ ক ন কুদ্দুসুর রহমান
এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
উদ্ভোদকঃ জনাব,আবু নাছের রহমত উল্লাহ সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমম্বয়ক ভোলা জেলা।
বিশেষ অতিথিঃ জনাব, আলহাজ্ব মশিউর রহমান কিরন সিঃ যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোলা জেলা শাখা।
বিশেষ অতিথিঃ জনাব, আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য জাতীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (বিএনপি)
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দল পুনর্গঠনের উপর গুরুত্বারোপ করেন। মঞ্চজুড়ে সাজানো ছিল বিপুল সংখ্যক ফুল এবং ব্যানারে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সরব উপস্থিতি সম্মেলনকে প্রানবন্ত করে তোলে। বক্তারা বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বিএনপি পুনরায় সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে মাঠে নামবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নেতৃবৃন্দদের মধ্যে আলোচনা হয়। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।