ভোলা প্রতিনিধি।।
ভোলায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়।ওই ঘটনায় নতুন মোড় নিয়েছে।
প্রাথমিক অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্ত বাইজিদের পরিবার।
গত মঙ্গলবার (২৪ জুলাই) শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ এনে ভোলা সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। ওই ঘটনায় শিবপুর ৬ নং ওয়ার্ডের মৃত জসিমের ছেলে বাইজিদকে আসামি করা হয়েছে। স্কুলছাত্রী তার অভিযোগে জানান, বাইজিদ তাকে জোর করে তুলে নিয়ে নিজের বাসায় এবং পরবর্তীতে তার খালার বাসায় একাধিকবার ধর্ষণ করেছে।
তবে বাইজিদ জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগ ষড়যন্ত্র ও সাজানো নাটক বলে দাবী করেন।
বাইজিদ আরো জানান, স্থানীয় রুহুল আমিন তার মেয়েকে দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। রুহুল আমিনের মেয়ের এলাকার বহু ছেলের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, এমনকি রুহুল আমিনের এক জামাইয়ের সাথেও তার মেয়ের পরকীয়া সম্পর্ক রয়েছে।
বাইজিদের মায়ের দাবি, রুহুল আমিনের পরিবার বাইজিদের সাথে তাদের মেয়ের বিয়ে দিতে চায়। আর এই উদ্দেশ্যেই ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে বাইজিদের পরিবারকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে।
এই ঘটনায় ভোলা সদর মডেল থানা বিষয়টি খতিয়ে দেখছে। এজাহার তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ হাসনাইন আহমেদ পারভেজ জানান, স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছি। অভিযোগ প্রমাণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।