ভোলা ,লালমোহন প্রতিনিধি:
আসন্ন জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে, লালমোহন উপজেলার ছয় শহীদের পরিবার আগামীকাল ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় স্মরণ ও বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। তাদের এই সফরে নেতৃত্ব দিচ্ছেন লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কবির হাওলাদার এবং তার সফর সঙ্গী হিসাবে ছিলন লালমোহন উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাসান কাজী ও লালমোহন উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ বশির হাওলাদার।
এই ছয় পরিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনা-তে আয়োজিত ঐতিহাসিক স্মরণসভায় অংশ নেবেন। তাঁরা শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই নন, বরং গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে তাঁদের প্রিয়জনদের আত্মত্যাগের গৌরব ইতিহাস বহন করেই ঢাকায় উপস্থিত হবেন।
শহীদরা হলেন: ১. শহীদ ওমর ফারুক
২. শহীদ শিহাব উদ্দিন
৩. শহীদ মোসলেউদ্দিন
৪. শহীদ আরিফ
৫. শহীদ হাবিব উল্লাহ
৬. শহীদ আক্তার হোসেন
যুবদল সভাপতি মোহাম্মদ কবির হাওলাদার বলেন,
> “এই শহীদ পরিবারগুলোর ঢাকায় উপস্থিতি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা লালমোহনের পক্ষ থেকে তাদের পাশে আছি, থাকবো। তাদের আত্মত্যাগ আমাদের রাজনৈতিক ও সামাজিক চেতনাকে আরও শানিত করেছে।”
শহীদ মোসলেউদ্দিনের ভাই বলেন,
> “আমার ভাই শুধু আমার পরিবারের না, পুরো জাতির শহীদ। তার রক্ত বৃথা যাবে না—এই বার্তা নিয়ে ঢাকায় যাচ্ছি।”
আয়োজক কমিটির পক্ষ থেকে শহীদ পরিবারদের বিশেষ সংবর্ধনা, সম্মাননা ও স্মারক প্রদান করা হবে।
অনুষ্ঠানে থাকছে:
শহীদ স্মরণ সভা
গণসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা
শহীদ পরিবার সংবর্ধনা
জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপট আলোচনা