নিজস্ব প্রতিনিধি ৷৷৷
বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ভোলায় জেলা, সদর ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
শনিবার ( ৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি চত্বরে জড়ো হতে থাকে হাজার হাজার নেতাকর্মীরা। আনন্দ মিছিলে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র, নানা রং এর প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, আব্দুর রব আকন, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, সদস্য সচিব বিল্লাহ হোসেন, ভোলা সদর পৌর আহ্বায়ক রিয়াদ হাওলাদার, সদস্য সচিব মো. সগির আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নতুন করে যুবদলের কমিটি হওয়ায় ভোলায় যুবদল আলোকিত হয়েছে। ভোলার যুবদল এখন সু-সংঘটিত, আমরা আশা করি আগামীতে এই যুবদল সকলকে নিয়ে রাজপথে থাকবে। বেশি দিন দূরে নয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামীতে এই বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে। ভোলা একটি শান্তির জায়গা এখানে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। আমরা আাশা করি নতুন নেতৃত্ব ভোলার যুবদলকে আরো এগিয়ে নিয়ে যাবে।
এদিকে ভোলা সদর থানা যুবদলের নবনির্বাচিত সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে ধনিয়া ইউনিয়ন থেকে একটি বিজয় মিছিল বের হয়। ধনিয়া থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন। ভোলা সদর থানা কমিটিতে ধনিয়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ বিল্লাল হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করায় ধনিয়া ইউনিয়ন বাসির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান।এ সময় উপস্থিত ছিলেন ধনিয়া ইউনিয়ন বিএনপি নেতা ফেরদাউস বাহাদুর, মাকসুদ গোলদার, জুয়েল হাওলাদার,আমিনুল ইসলাম বুলু, নাহিদ হাওলাদার,মোঃ ইউসুফ ফরাজ,মিঠু গোলদার, যুবদল নেতা জসিম খন্দকার,রাকিব হাওলাদার, রিপন কাজী, মোঃ খোকন, মোঃ আল-আমিন হাওলাদার, হাসান হাওলাদার, জামাল মিয়াজি, মোঃ সাকিল,মোশারেফ চৌকিদার, মোঃ রিয়াজউদ্দিন সোহাগ, জসিম ফরাজী, মনজুর দেওয়ান, মুবিন শিকদার, ইব্রাহিম, জিলন, সাদ্দাম, মুসলে উদ্দিন, আক্তার, রুবেল, ফয়সাল সরদার,মোঃসবুজ, আনোয়ার, মোঃমনির হাওলাদার মোঃ আজাদ।
স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ হাওলাদার, জসিম ডাক্তার, এছহাক ফরাজী,মোঃতছির,
শ্রমিক দল নেতা আবু সাঈদ, জিহাদ পাটোয়ারী মোঃইব্রাহীম,মোঃদুলাল,আসলাম,মোঃকবির, মোঃ মোসলেউদ্দিন,সেখ ফরিদ, ।
ছাত্রদল নেতা মোঃ হোসেন, আরিয়ান বাপ্পি, নাঈম হাওলাদার, নজরুল ইসলাম,আবদুল কাদের আবির,সাবেক ছাত্রনেতা মাহফুজ।
উল্লেখ্য, গতমঙ্গলবার (৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে মো. জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও আব্দুর কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ১০১ সদস্যের এ কমিটি অনুমোদন করেন।এছাড়াও একই দিনে আবদুল লতিফ টিটুকে আহ্বায়ক ও মো. বেল্লাল হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্যের ভোলা সদর থানা যুবদলের এবং মো. রিয়াদ হাওলাদারকে আহ্বায়ক ও মো. সগির আহমেদকে সদস্য সচিব করে ৯ সদস্যের ভোলা পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।