নিজস্ব প্রতিনিধি ৷৷৷
গতকাল, ১২ আগস্ট ২০২৫ ইং, মঙ্গলবার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের নিয়ে স্মৃতিচারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি,
সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক,
সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান,
প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ,
ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক,
ভোলা সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা শরিফ বিন রফিক।
আরও উপস্থিত ছিলেন—
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ,
সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন,
জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান চৌধুরী,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদ।
সাবেক দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন—
সাবেক সভাপতি এইচএম ইসমাইল (২০২১),
সাবেক সভাপতি মাওলানা কামরুল ইসলাম সাবিব (২০২২),
সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ আবু জাফর (২০২৪),
সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ ফিরোজ আহমেদ,
সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিন,
সাবেক তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক তাহমিদুল হাসান সিফাতসহ বর্তমান জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত কার্যক্রম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন—
“৩৪ বছরের পথচলায় ইসলামী ছাত্র আন্দোলন সর্বদা নৈতিক নেতৃত্ব, ইসলামের সুমহান চরিত্র ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে এসেছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।”
ছাত্র সমাবেশের ঘোষণা:
সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী ৩০শে আগস্ট ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বৃহৎ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রত্যাশা—এই সমাবেশে জেলার প্রতিটি উপজেলা ও থানা শাখা থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে, যা ছাত্র সমাজে নৈতিক চেতনা ও ঐক্য জোরদারে নতুন অধ্যায় সূচনা করবে।