মোঃ আজাদ , নিজস্ব প্রতিনিধি।
ভোলায় তরুণ্যের নবজাগরণ সংগঠনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে শিল্পকলা একাডেমি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তরুণ্যের নবজাগরণ সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন । আয়োজিত এ সভায় মানবাধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অসংগতি ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ এনায়েত, অসাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার এবং সদস্য মোঃ শান্ত, মোঃ আজাদ,সিফাত রুবাইয়া, সোহানা সহ সভায় উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ।
মাসিক আলোচনা সভায়, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সদস্যদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয় এবং আলোচনা করা হয়।
এই সভাগুলো সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে এবং সংগঠনের লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সদস্যবৃন্দ ।