আনোয়ার হোসেন করিম (ভোলা)
ভোলা জেলায় তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইউনিয়নের মোল্লা পুকুর সংলগ্ন তালিমুল কুরআন মডেল মাদ্রাসার বারান্দা গত ২৭ আগস্ট সন্ধ্যায় একটি নবজাতক কন্যাশিশুকে অজ্ঞাত কেউ ফেলে রেখে যায়। পারুল নামের একজন ব্যক্তি কান্নার শব্দ শুনে শিশুটিকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে শিশুটি চাঁদপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড এর ভুইয়াবাড়ীর সবুজ এবং তার স্ত্রীর তত্ত্বাবধানে রয়েছে এবং ভোলা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। 🏥
তাদের উদ্যোগে এখন শিশুটি নিরাপদে আছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও চলছে।
আমরা সবাই চাই শিশুটি সুস্থ হয়ে উঠুক এবং একটি সুন্দর ভবিষ্যৎ পাক।
এমন অমানবিক কাজ যেন আর কেউ না করে— সমাজের সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান রইল।