নিজস্ব প্রতিনিধি
ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাঝি বাড়ির মোঃ আনজির হোসেন (১৯)কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার করে বাম হাত এবং বাম পা ভাঙার অভিযোগ উঠেছে একই এলাকার প্রতিবেশি নীরব এর ছেলে তানজিল, ইয়াছিন হাওলাদার এর ছেলে নীবর, সাদেক এর ছেলে ইয়াছিন।
আহত আনজির হোসেন গণমাধ্যমকে জানান, আমি ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ৩ টার দিকে আমাদের নিজ বাগান থেকে সুপারি পাড়ার জন্য গাছে উঠি। কিন্তু তানজিল সহ তার বাবা দাদা আমাকে মিথ্যা চোর অবাদ দিয়ে কারেন্টর তাড় এবং লোহার ফাইভ দিয়ে এলোপাতাড়ি মারধর শুর করলে। একপর্যায়ে আমি ডাক চিৎকার করলে আসপাশের লোকজন আমাকে উদ্ধার করেন এবং ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান।
আহত আনজির হোসেন এর বাবা মোঃ সোরাব হোসেন গণমাধ্যমকে জানান, আমার ছেলে আনজিরকে সুপারির মিথ্যা চুরির অভিযোগ দিয়ে এলোপাতাড়ি মারধর করেছেন। কিন্তু আদ্য আমার ছেলে তাদের সুপারি গাছ থেকে কোনো সুপারি পারেননি। কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে তারা আমার ছেলেকে নৃশংস ভাবে আমার ছেলেকে মারধর করলো। আমি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার চাই।
আনজির হোসেনকে মারধর করার কারন জানতে যাওয়া হলে মুঠোফোনে মারধরের ঘটনার অস্বীকার করে বলেন, আমরা আনজিরকে লোহার রোড দিয়া মারধর করিনি। আমি শুধু তাকে হাত গিয়ে চড়থাপ্পড় মেরেছি।
ঘটনার সত্যতা জানার জন্য নীরবকে একাধিক বার কল করা হলে তাহার ব্যবহারকৃত মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে ভুক্তভোগী আনজিরের পরিবার সূত্রে জানা যায়, ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।