ভোলায় মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ফ্রী ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ১১ টার দিকে সদর উপজেলার সাহেবের চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে এই স্বেচ্ছাসেবী সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাহেবের চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা রিমা আক্তার এবং সহকারী শিক্ষিকা পাপিয়া আক্তার পপি।
ব্লাড ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নেওয়াজ শরিফ, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা খাতুন, কার্যনির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম, কার্যনিরী সদস্য মোঃ রবিউল, কার্যনিরী সদস্য আছমা আক্তার মুন্নি ও মোঃ ইমন এবং মেহেদী হাসান মাহি’সহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, কার্যনিরী সদস্য মোঃ সিরাজুল ইসলাম ।
প্রধান শিক্ষিকা বলেন, দেশের প্রত্যান্ত গ্রাম অঞ্চলের মানুষ চিকিৎসা সেবা থেকে অনেকটা পিছিয়ে আছে। তাদের ব্লাড গ্রুপটাও ঠিকমত তারা জানে না। মুমূর্ষু অবস্থায় হঠাৎ রক্তের প্রয়োজন হলে আগে গ্রুপ শনাক্ত করতে সময় চলে যায়। তাই ‘পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার’ এই আয়োজন চিকিৎসাখাতকে অগ্রসর করতে ভূমিকা রাখবে। ব্লাড গ্রুপিং নির্ণয় করা থাকলে সাধারণ মানুষ ব্লাড সংগ্রহ করা সহজ হয় যাবে এবং আমরা দেখেছি ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে দূর্ঘটনায় আহত ছাত্র-ছাত্রীদের জন্য রক্ত হাহাকার ছিল। অনেকের রক্তের গ্রুপ না জানার কারণে রক্তদান করতে পারে নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের আইডি কার্ডের রক্তের গ্রুপ দেওয়া হবে। রক্ত দান মানে জীবন দান। রক্ত দানের মতো এমন মহৎ কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আপনার দেওয়া রক্ত একজন মৃত্যু পথযাত্রী মানুষকে নতুন জীবন দান করতে পারে। তাই স্বেচ্ছাসেবী বন্ধুরা বলে থাকেন একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন আজকে এই আমিও আপনাদের সাথে সামিল হলাম। কিন্তু একটা কথা বলি রক্ত দান করুন এবং কারোর মুখে হাসির কারণ হোন।