যৌথ বিবৃতি
মাওলানা আমিনুল হক নোমানী (রহ.) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তরের সভাপতি মোঃ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহারী মাওলানা আমিনুল হক নোমানী (রহ.) এর হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ আজ ৭ সেপ্টেম্বর ২০২৫, সোমবার এক যৌথ বিবৃতিতে বলেন:
ভোলা সদর, বাপ্তা ইউনিয়ন, ৯ নং ওয়ার্ডের বাসিন্দা, ভোলা দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস এবং জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ, ভোলা জেলা উত্তর এর সদস্য মাওলানা আমিনুল হক নোমানী (রহ.), ৬ সেপ্টেম্বর ২০২৫ইং রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তদের হাতে তাঁর নিজ বসতঘরে গুরুতর আহত হন। দ্রুত তাঁকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
তার এই শাহাদাত ভোলা বাসীর জন্য হৃদয় বিধায়ক এবং একই সাথে ভোলা বাসীর জন্য এক আতঙ্কের কারণ।
মাওলানা আমিনুল হক নোমানী (রহ.) এর এই হত্যার মধ্য দিয়ে আবারও দেশের আইনশৃঙ্খলার ভঙ্গুর চিত্র প্রকাশ পেয়েছে, যা দেশের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। নেতৃবৃন্দ মনে করেন, একের পর এক বিচারহীন সংস্কৃতি এ ধরনের বিভৎস হত্যার অন্যতম কারণ।
নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন: এ ধরনের সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর মতো ভাষা আমাদের জানা নেই। জাতি হিসেবে আমরা আজ লজ্জিত। অবিলম্বে মাওলানা আমিনুল হক নোমানী (রহ.) এর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ছাত্র জনতাকে নিয়ে সর্বত্র তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”
বার্তা প্রেরক:
জোবায়ের আহমদ সাকিব
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর