1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াল আলগী যুবশক্তি ফাউন্ডেশন

ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা।

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি৷৷৷ 

জাগ্রত মানবতার কল্যাণে সুন্দর সমাজ বিনির্মানে আমরা নিয়োজিত ও প্রতিশ্রুতিবদ্ধ,একতা শক্তি সেবা শান্তি এই প্রতিপাদ্য ধারণ করে ২০২৩ সালের ২১ শে ফেব্রুয়ারী আত্মপ্রকাশ ঘটে স্বেচ্ছাসেবী প্লাটফর্ম সবুজ বাংলা সোসাইটি।ভোলার প্রাণকেন্দ্র বাংলাবাজারের রিফায়ী মসজিদ সংলগ্ন ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাথমিক কক্ষ থেকে আলোচনা ও মতবিনিময় সভার মাধ্যমে উদ্বোধনী শুভ সূচনা হয়েছে। প্রথমে ফাউন্ডেশন যুক্ত থাকলেও কিছু কারণভষত পরবর্তীতে সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটি নামকরণ করা হয়।গ্রামের শান্ত প্রকৃতির ছোঁয়া ও মানুষের কল্যাণে সেবা দিয়ে ও দেশপ্রেমের প্রতি গভীরতা ফুটিয়ে তুলতেই সবুজ বাংলা নামকরণ করা হয়েছে।এই সেবামূলক সংগঠন ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছে সমাজের বাস্তবতা অনুধাবন করে মানুষের জন্য।প্রথমে ভোলা বাংলাবাজার আঞ্চলিক জোনে এর কার্যক্রম অব্যাহত থাকলেও এখন পুরো ভোলা জেলার তরুণ প্রজন্মের কাছে সেবামূলক সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে সবুজ বাংলা।প্রতিটি স্কুল মাদ্রাসা ও বাজারগুলোতেও এই সংগঠনের ইতিবাচক মনোভাব পোষণের গুরুত্ব পেয়েছে।পবিত্র কুরআন বিতরণের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে, এবং পরবর্তীতে কয়েকটি স্টেপ কর্মসূচি হিসেবে স্বেচ্ছাসেবী কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছে এই সংগঠন।যেমন,রক্তদান কর্মসূচি,পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি।এবং ক্রিড়া বিষয় নিয়েও কাজ করতে আগ্রহী সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটি,ভোলা।এই সোসাইটি থেকে এখন পর্যন্ত অর্ধশত মুমূর্ষু,গর্ভধারিণী মা বোন,এবং জরুরি দূর্ঘটনাজনিত মানুষকে স্বেচ্ছায় রক্তদান করেছে,যা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে,যা এই সংগঠনকে আরো আলোচিত ও প্রশংসিত করেছে।নিরীহ বেশ কয়েকটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী,রমজানে ইফতার সামগ্রী, ঈদে মিষ্টান্ন প্রয়োজনীয়, নিত্যপ্রয়োজনীয় ও ঈদ উপহার প্রদান করতেও সক্ষম হয়েছে এই সংগঠন। এবং গতবছর জুলাই বিপ্লবের পরবর্তীতে সময়ে সারা দেশের জেন-জিদের মতোই একসাথে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সবুজ বাংলা। পরিবেশ দুষণমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাবসা প্রতিষ্ঠান ও হাটবাজারগুলো সুন্দর রাখতেই এই ধারাবাহিকতা চলমান রয়েছে।টেকসই সবুজায়ন পদ্ধতি ব্যবহার ও পরিবেশ প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে ইতিমধ্যে “ফলদি বৃক্ষরোপণ কর্মসূচি” পালিত হয়েছে।যা বিভিন্ন স্কুল,মাদ্রাসার মাঠের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলছে।সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটির সমন্বিত সদস্যবৃন্দ সবাই সামাজিক কার্যক্রম ও সেবাপ্রেমী।তাদের অক্লান্ত পরিশ্রম ও নৈতিকতায় ফুটে ওঠে মানবতার কল্যাণে কাজ করতে ঐচ্ছিকতা।এই সোসাইটি যেন একটি পরিবার,এখানে সামাজিক কার্যক্রমগুলো মেধাবী শিক্ষার্থীদের যৌথ সমন্বয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়।ঢাবি শিক্ষার্থী থেকে শুরু করে, তরুণ লেখক,গবেষক, সমাজকর্মী, ক্রিয়াশীল প্রেমিকসত্তাদের একতার সংগঠন সবুজ বাংলা।তারা দূর দূরান্ত থেকেও নিয়মিত সেবামূলক কার্যক্রম ও দিকনির্দেশনা প্রণয়নের জন্য জোড়ালো সমর্থন দিয়ে আসছেন।প্রায় ৩ বছর ধরে চলমান এই যাত্রা আরো এগিয়ে যাবে প্রত্যাশা করেন সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটি পরিবারের সাবেক অনুমোদিত সভাপতি রবিউল ইসলাম রবি,সৈয়দ হাসনাইন মুহাম্মাদ,প্রতিষ্ঠাতা আজিম উদ্দিন ছাইফী,বর্তমান অনুমোদিত কমিটির প্রধান মুখপাত্র মুহিব্বুল্লাহ মুহিব,ইয়ামিন হাওলাদার,সদস্য লিজন খান,আবি আব্দুল্লাহ ফাহিম,আকাইদ ইসলাম,ফারিয়াব খান,রাসেল মাহমুদ, রবি হাওলাদার,কবি মুহিব,আবির মিয়াজি,উমায়ের,শাকিলসহ অনেকের।তাদের সবার মন্তব্যই আমাদের বন্ধু, সহপাঠী ও সর্বশ্রেনীর শুভাকাঙ্ক্ষীদের কাছে আশার আলো সবুজ বাংলা।সবাই আমাদেরকে কার্যক্রমের জন্য অনুপ্রেরণা দিচ্ছে,আমরা সত্যিই এগিয়ে যাব।কেউ ভালো বলবে,কেউ ট্রল করবে, এতে আমাদের অগ্রযাত্রা থেমে থাকবেনা।সবকিছু উপেক্ষা করেই কর্মসূচি পালন করা হবে। আমরা কোন স্বার্থের জন্য সেবামূলক কাজ করছিনা,মানুষের কল্যাণের জন্যই সবকিছু।এখানের সদস্যগণ কেউ নিজের কোন ব্যাক্তি পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার করেনা,দলমত নির্বিশেষে একতার বন্ধনে সমাজের স্বার্থে সকল শিক্ষার্থীরা আমাদেরকে সার্বিক বিষয়ে আলোচনা ও কর্মসূচিতে সাহায্য করছে এবং আশা করি করবে।আমরা সবাই সেবামূলক কার্যক্রমে সমাজকর্মী।রাজনৈতিক ক্ষেত্রে একেকজন একেক দলীয় হতে পারে, এতে সবুজ বাংলায় কোন প্রভাব মেনে নিবনা।সমাজের স্বার্থে, মানুষের কল্যাণে রাজনৈতিক সংগঠনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করব।রাজনৈতিক প্রতিনিধারাই সমাজের ৯০% ডেভলপমেন্ট করে, গভীরতায় সামাজিক সংগঠনগুলো ১০% ভুমিকা রাখে আর্থিকভাবে।আমরা সামর্থ্যের মধ্যে থেকে এই বিশ্বাসের অংশ হিসেবে এগিয়ে যাবে সবুজ বাংলা সোসাইটি,ভোলা।একই মতাদর্শ ও সিদ্ধান্ত অটল রয়েছে সংগঠনের আরো সদস্যবৃন্দ।আগামী দিনগুলোতে সবাই ঐক্যবদ্ধভাবে আরো এগিয়ে যাবে প্রত্যাশা সকলের।এবং সকল ভেদাভেদকে বিলুপ্ত করে আদর্শিক সমাজ ও সম্প্রতির মেলবন্ধন তৈরি হবে। সবুজ বাংলা পরিবার সকল শিক্ষার্থীদের যৌথ সহযোগিতা, মতবিনিময় ও এই স্বেচ্ছাসেবী প্লাটফর্ম অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট