ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এসব বস্ত্র বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন 'বন্ধন ফাউন্ডেশন গজারিয়া ২০০০ ।
বন্ধন ফাউন্ডেশন গজারিয়া ২০০০' এর সভাপতি কাজী কবির হোসেন লিটন এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য ফজলুর রহমান বাচ্চুর সঞ্চালনায় ৫০ জন সনাতনী ধর্মাবলম্বী মানুষদের মাঝে শাড়ী, ধুতি ও গেঞ্জি উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মুজাম্মেল হক, বন্ধন ফাউন্ডেশনের সদস্য মিজানুর রহমান বাচ্চু,, মিজানুর রহমান পাটোয়ারী,, হাসান মাহমুদ,, জাহিদ হাসান,, রহমত উল্লাহ রোকন প্রমুখ।