দিলোযার হোসেন, ছাতক প্রতিনিদি
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধনে নেতাকর্মীরা বিগত আওয়ামী শাসনামলের গুম-খুনের সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন।
বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ সকল গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান দাবি করেন বক্তারা।
ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আব্দুল আজিজ ফয়ছলের সঞ্চালনায় মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন,গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান,কলেজ ছাত্রদল নেতা শাওন আহমদ প্রমুখ।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আমির হোসেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মীয়া মোহাম্মদ ছাঁদ, সাব্বির আহমদ, কলেজ ছাত্রদলের সদস্য সুবেগ আহমদ কলেজ ছাত্রদল নেতা মুবিন,আব্দুল আজীজ,লায়েক,নাসিম হোসাইন,অভি, এ এইচ নাইম,হাছান আহমদ, শাহী আহমদ, রায়হান আহমদ,রাজ্জাক,বক্কর,মাছুম,তানিম আহমদ প্রমুখ।