দেলোয়ার হোসেন,ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার নভেম্বর-২০২৪ খ্রি.মাসের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। মঙ্গলবার মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নিজ নিজ দায়িত্বে থাকা থানা এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন বিবেচনায় জেলার ১২টি থানার মধ্যে ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানকে (ভারপ্রাপ্ত কমিশনার ৮,৯ নং ওয়ার্ড ছাতক পৌরসভা) জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হিসেবে ছাতক থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: সিকান্দর আলী এবং সর্বোচ্চ পরোয়ানা তামিলকারী হিসেবে এএসআই (নিরস্ত্র)মো: তোহা ও এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ তোলা মিয়া’কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে । পাশাপাশি ছাতক থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সদের বিশেষ পুরস্কার প্রদান হয়েছে।