বরগুনার আমতলীতে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলাম আকনের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী গাজী বায়েজিদের তত্ত¡বধানে একটি বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে আমতলী কওমী মাদ্রাসা থেকে বিশাল বিজয় র্যালী আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আমতলী একে স্কুল চৌরাস্তায় পথসভার মধ্যে দিয়ে শেষ হয় ।
আমতলী উপজেলা সভাপতি মৌলভী নুরুল ইসলাম আকন এর সভাপতিত্বে ও সেক্রেটারী গাজী মুহাম্মাদ বায়েজিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বরগুনা জেলা সভাপতি মুফতী ওমর ফারুক জিহাদি।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখা কার্যকরী সদস্য মাওলানা আব্দুল গনী, মৌলভী মোঃ শাহ আলম মৃধা, আলহাজ্ব আব্দুল মান্নান মাষ্টার, শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম তালুকদার ।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখা নেতৃবৃন্দ ও যুব আন্দোলন বরগুনা জেলা সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, আমতলী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর, সহ-সভাপতি হাফেজ মাওলানা খালেদ সাইফুলাহ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল ইমরান, ছাত্র আন্দোলন আমতলী উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।