মোঃ শুভ জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলা ছাএদল ও যুবদলের টি-টুয়েন্টি খেলার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২:০০ টায় টিউবওয়েল পাড় হাজি মার্কেট এর সাথে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। খেলায় যে দুটি দল সরাসরি মোকাবেলা করলেন।
মাহমুদুল হাসান মানিক এন্টারপ্রাইজ।
তাহা এন্টারপ্রাইজ টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করেন
মোঃ মাহমুদুল হাসান মানিক
যুগ্ন সাধারণ সম্পাদক
জামালপুর জেলা ছাত্রদল।
ব্যাট করার সিদ্ধান্তক্রমে ১০ ওভারে সব উইকেট হারিয়ে ১১০ রানের টার্গেট দেন প্রতিপক্ষকে। জবাবে তাহা এন্টারপ্রাইজ অধিনায়ক এর নেতৃত্বে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে ৫ রানে জয় বরণ করেন তাহা এন্টারপ্রাইজ জানতে চাইলে তারা আমাদেরকে বলেন খেলাধুলা আনন্দের বিষয় সে খেলা যদি বিজয় লাভ করা যায় সেটা তো আরো আনন্দের বিষয়। আমাদের প্রতিটি প্লেয়ার খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আমরা আশা করি আগামী ম্যাচে আরো ভালো পারফরম দেখাতে পারব । এবং আমরা জামালপুর সদর উপজেলা ছাত্রদল ও যুবদল চাই স্টুডেন্ট ভাইয়েরা মাদক ছেড়ে খেলাধুলায় অংশগ্রহণ করুক মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা ।
মো:শুভ
জামালপুর জেলা প্রতিনিধি
০১৯০৯৯০০৬৫২