দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি
ছাতকে হাজী মহসিন কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২৮ ডিসেম্বর রোজ শনিবার রাত ১১ঘটিকার সময ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) অনুষ্ঠিত হয়। গেল হাজী মহসিন নাইট মিনি ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। জমজমাট এই ফাইনাল ম্যাচে, নোমান এন্ড ফাহিম একাদশ কে হারিয়ে পৌরসভার ক্রিকেট দল জয় লাভ করে।
ফাইনাল ম্যাচটি ছিল দর্শকদের জন্য সত্যিই উপভোগ্য। আলো ঝলমলে রাতের পরিবেশে দুই দলই তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে। পুরো মাঠ জুড়ে দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে খেলার উত্তেজনা ছিল তুঙ্গে।
পৌরসভার ক্রিকেট দল তাদের অসাধারণ দলীয় প্রচেষ্টার মাধ্যমে প্রতিযোগিতার শিরোপা অর্জন করে। বিশেষ করে দলের ব্যাটসম্যান ও বোলারদের সমন্বিত পারফরম্যান্স ছিল এই জয়ের মূল চাবিকাঠি। প্রতিপক্ষ দলও সাহসিকতার সাথে লড়াই করেছে, যা পুরো খেলা আরও রোমাঞ্চকর করে তুলেছিল।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। বিজয়ী দলের ক্যাপ্টেন তাদের সাফল্যের জন্য পুরো দল এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এবারের প্রতিযোগিতায় এলাকার তরুণদের অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতি প্রমাণ করেছে, খেলাধুলা এখানকার মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এমন আয়োজন নিয়মিত হলে নতুন প্রতিভা বিকাশের সুযোগ আরও বাড়বে বলে মন্তব্য করেন উপস্থিত ক্রীড়াপ্রেমীরা।
হাজী মহসিন নাইট মিনি ক্রিকেট প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায় এলাকার ক্রীড়ামোদী মহল।