রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে (৫ জানুয়ারি) বিকাল প্রায় ৪ টা ৩০ মিনিটে চুরি করে পান বরজ থেকে পান ভাঙ্গার সময় গ্রাম বাসি এক জনকে আটক করেছেন এবং আরেক জন পালিয়েছন। আটক কিতো হলেন, একই গ্রামের মোঃ ফিজুর রহমান(৩৫) এর ছেলে মোঃমিনহাজুল ইসলাম মিনহাজ (১৮) এবং পালাতক হচ্ছে, একই গ্রামের মোঃশাহাবুল আলম (৪৫) এর ছেলে মোঃ শজিব হোসেন (২২)
গ্রামবাসী বলেন, প্রায় প্রতি দিন কারো না কারো পান বরজ থেকে পান হারাতো।তাই প্রতি দিনের মত বিকালে বর দেখতে যাই,গিয়ে দেখে তার দুই জন পান ভাঙছে। গ্রামবাসী অভিযোগ বলেন,মোঃশজিব হোসেন(২২) এর পিতা মোঃসাহাবুল আলম (৪৫) একজন মাদক (চুলাই মদ) ব্যবসায়ী। মোঃ সজিব হোসেন এবং মোঃ মিনাজুল ইসলাম মিনাজ দুইজনেই হিরোইন খোর। তাই তারা প্রায় প্রতিদিনই মানুষের পান বরজের পান চুরি করত।
এ বিষয়ে পান বরজের মালিক মোঃগোলাম রাব্বানী(৩২) গ্রামবাসীর কাছে বলেন, গত কয়েকদিনে বেশ কয়েক জনার পান বরস থেকে পান চুরি হয়েছে।আজকে আমার পান বরজেও পান চুরি হয়েছে। তিনি গ্রামবাসীর কাছে আরো বলেন,যে আমি একজন গরীব মানুষ। আগামী দিনগুলোতে গ্রামের ভিতরে যেন চুরি না হয়।এ বিষয়ে সবাইকে তর্ক থাকতে হবে। এ বিষয়ে মোহনপুরা থানার ওসি আব্দুল হান্নান বলেন,থানায় কোন ডায়েরি করা হয় নাই। তারা গ্রামেতেই বৈঠক করছেন। তবে থানাতে ডায়েরী হলে তা তদন্ত করে দেখা হবে।