মোঃ রাকিব , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা সীমান্তের শাহপুর গ্রামের পুকুরপাড়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তবর্তী এই পুকুরটি অর্ধেক বাংলাদেশ এবং অর্ধেক ভারতের অন্তর্গত। দীর্ঘদিন ধরে উভয় দেশের স্থানীয় বাসিন্দারা পুকুরটি গোসল ও পানি সংগ্রহের জন্য ব্যবহার করে আসছেন। তবে ভারতীয় কর্তৃপক্ষ পুকুর সংলগ্ন সীমান্তে সুরক্ষা দেয়াল নির্মাণ শুরু করেছে, যা শেষে কাঁটাতারের বেড়ায় রূপান্তরিত হবে।
জানা গেছে, পুকুরটি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলার সোনামুড়া থানার সূর্যনগর এবং কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মধ্যবর্তী সীমান্তে অবস্থিত। এই নির্মাণ কাজ নিয়ে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনায় নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।
কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ বিষয়ে বলেন, “বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে সীমান্তের জিরো পয়েন্টের নির্দিষ্ট অংশে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা নকশা অনুযায়ী কাজ মনিটরিং করছি। কোনো ধরনের নিয়মের ব্যত্যয় ঘটলে পতাকা বৈঠকের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের ভূখণ্ডের এক ইঞ্চি মাটিও ছাড় দেব না।”
স্থানীয় বাসিন্দারা সীমান্তে এই নির্মাণ কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, পুকুরের ওপর কাঁটাতারের বেড়া হলে তারা পুকুর ব্যবহারে বাধার মুখে পড়বেন।