1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াল আলগী যুবশক্তি ফাউন্ডেশন

ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মোঃ আজাদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

 

 

মোঃ আজাদ

জনপদের নিউজঃ ভোলার আবাসনে গ্যাস চাই আন্দোলন ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা বলেন, বাংলাদেশের ৬৪জেলার মধ্যে ভোলা হচ্ছে সবচেয়ে সমৃদ্ধশালী।
আপনারা যদি ভদ্রভাবে গ্যাস চাইতে থাকেন তাহলে আগামী ১০০বছরও গ্যাস পাবেন না।
ভোলাবাসী বদ্ধতার মুখোশ পরিহার করে ব্রাহ্মণবাড়িয়া ন্যায় অবতীর্ণ হন,তাহলে গ্যাস পাবেন, অন্যথায় নয়। আমরা সবাই যদি এক হই তাহলে দুই মাসের মধ্যে আমাদের দাবি আদায় হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন , আমরা দিনক্ষণ তারিখ ঠিক করে সম্মিলিতভাবে আমাদের পকেটে যার যা আছে সবাই মিলে ফান্ড তৈরি করে ইন্টাকো`র এলপিজি গ্যাস স্টেশন এর সামনে রাতে থাকার জন্য থালা বাসন কম্বল নিয়ে সেখানে অবস্থান নেব। ১সপ্তহ,২সপ্তাহ,যতদিন লাগে ততদিন অবস্থান নিব। কোন গাড়ি চলতে দেওয়া হবে না। আপনারা আমাদের কাছ থেকে ৯৯% গ্যাস নেন,আমাদেরকে ১শতাংশ দেন। কিন্তু আপনারা তাও আমাদেরকে দিবেন না, তা মেনে নেওয়া যায় না।ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার আয়োজনে সোমবার(১৩জানুয়ারি) সন্ধ্যায় শহরের বিএফজি রেস্টুরেন্টে ইন্টাকো কোম্পানির সাথে অবৈধ গ্যাস চুক্তি বাতিল, ভোলার আবাসনে গ্যাস সংযোগ, ভোলা বরিশাল সেতু বাস্তবায়নে, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষাবিদ,ছাত্র সমন্বয়ক, সমাজকর্মী সহ ভোলার বিভিন্ন শ্রেণীর পেশার নেতৃবৃন্দের নিয়ে ভোলা জেলা উন্নয়ন শীর্ষক গোলটেবিল আলোচনা সবাই প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা।

ওবায়েদ বিন মোস্তফা আরো বলেন, জেলা প্রশাসনের লোকজন এখানকার স্থানীয় না, তাই তারা আমাদের দুঃখ দুর্দশা বুঝবে না। ভোলা নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই। তারা হচ্ছেন অতিথি পাখি, কাজ আছেন তো দু বছর পর আর নেই। কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করবো তা সকলের সিদ্ধান্তের মাধ্যমে নেওয়া হবে। প্রয়োজনে আমরা রাতে ইন্টারকো গ্যাস স্টেশনের সামনে থাকবো, খিচুড়ি রান্না করে খাবো, প্রয়োজনে রোজা রাখবো এবং ভোলাকে ব্লকেট করা হবে,ওই রাস্তায় কোন যানবাহন চলতে দেওয়া হবে না। এভাবে যদি করতে পারেন তাহলে ভোলার গ্যাস ভোলায় থাকবে,অন্যথায় নয়। ভোলার দল মত নির্বিশেষে সকলের সমন্বয়ে ভোলার দাবিগুলো বাস্তবায়ন করা হবে ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার প্রবীণ সাংবাদিক এমএ তাহের, জেলা বিজিবি সভাপতি আমিরুল ইসলাম রতন, সম্পাদক মুতাসিম বিল্লাহ, সমাজকর্মী মোবাশ্বিরুল্লাহ চৌধুরী ভোলা বিএনপি যুগনা বায়ক ইয়ারুল আলম লিটন, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপদক্ষ মাওলানা মোবাশ্বরুল হক নাঈম, ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল আমিন, ছাত্র সমন্বয়ক রাহি।এছাড়া অনুষ্ঠানে ভোলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট