1. janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com : janapadernews24@gmail.com janapadernews24@gmail.com
  2. info@www.janapadernews.online : দৈনিক জনপদের নিউজ :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ। জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ভোলা জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচি পালিত।। যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ কে ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা। শিশু তামিম থ্যালাসেমিয়া রো‌গে আক্রান্ত চিকিৎসার দায়ীত্ব নি‌লেন ‌ভোলার পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা । ভোলায় আলোচিত মিম হ-ত্যা মামলার আসামি রাকিব গ্রেফতার। ভোলায় শারদীয় দুর্গাপূজা ঘিরে উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ড দক্ষিণ জোন এর কড়া নিরাপত্তা । ভোলায় সবুজ বাংলা সোসাইটির সামাজিক যাত্রা ও ভাবনা। ভোলার লালমোহনে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ। রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামে ১জন মহিলা সহ ৬ জন মাদকসম্রাট,প্রকাশ্যে চলছে রমরমা মাদকের ব্যবসা অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াল আলগী যুবশক্তি ফাউন্ডেশন

রাজশাহীতে বাগানে দেখা মিলছে আগাম আমের মুকুল

মোঃমহাজামিল
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি :-মোঃমহাজামিল

রাজশাহী অঞ্চলের আমবাগান গুলোতে এবার আগাম মুকুল আসতে শুরু করেছে। বাগান গুলোতে পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে আমের মুকুল। অনেক আমবাগান মুকুলে মুকুলে ভরে গেছে। তবে অতি শীতল আহবাওয়া ও শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় মুকুলের ক্ষতির শঙ্কা দেখছেন আমচাষিরা। যদিও উৎকণ্ঠিত চাষিরা শীতের তীব্রতা ও ঘন কুয়াশা থেকে মুকুল বাঁচাতে বাগানগুলোতে বাড়তি যত্ন নিতে শুরু করেছেন। নিয়মিতভাবে আমবাগানগুলোতে ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে। ক্ষেত্র বিশেষে ছিটানো হচ্ছে পানি। আমগাছের গোড়াতেও পানি দিচ্ছেন চাষিরা।

আমচাষিরা বলছেন, গত মৌসুমে রাজশাহী অঞ্চলের জেলা গুলোতে আমের ফলন আশানুরূপ হয়নি। প্রকৃতির নিয়মানুযায়ী এক মৌসুমে ভালো ফলন হলে পরেরবার আমের ফলন কম হয়। এবার তারা আমের বাম্পার ফলনের আশায় বুক বেঁধে আছেন। রাজশাহী অঞ্চল কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, এ বছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় ৯৬ হাজার ২০০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আনুমানিক প্রায় সাড়ে ১৩ লাখ টন। অঞ্চলে সবচেয়ে বেশি আম বাগান রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। গত বছর রাজশাহী অঞ্চলে মোট ১২ লাখ ৭ হাজার ২৬৩ টন আম উৎপাদন হয়। এবার আমের ফলন কিছুটা বাড়বে বলে আশা কৃষি বিভাগের।

কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবার রাজশাহী অঞ্চলের বাগান গুলোতে কিছু সময় আগেই মুকুল আসতে শুরু করেছে। তবে রাজশাহীর বাগানগুলো মুকুলিত হলেও পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বাগান গুলোতে দুই-একটি করে মুকুল ফুটতে শুরু করেছে।
রাজশাহীর উপকণ্ঠের কয়েকটি আমবাগান ঘুরে দেখা গেছে, বাগানগুলোতে অধিকাংশ গাছেই মুকুল এসেছে। কোথাও কোথাও ইতোমধ্যে ৭০ শতাংশ আমগাছ মুকুলিত হয়েছে। আবার কোথাও ৫০ শতাংশ গাছে মুকুল ফুটেছে। কয়েকজন বাগান মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, আমগাছে মুকুল আসা শুরু হতেই মৌসুমি বাগান ব্যবসায়ী ও ফড়িয়ারা মাঠে নেমে পড়েছে। তারা মুকুল দেখে বাগান কেনার জন্য মালিকদের কাছে যাচ্ছেন। তবে এখনো বাগান কেনাবেচা জমে উঠেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট