মোঃ মহাজামিল, মৌলভীবাজার প্রতিনিধি:
দৈনিক জনপদের নিউজঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা আহমেদ রেজা ফারুক এর বাবা ইব্রাহীম মিয়া হবিগঞ্জে ছিনতাই করতে গিয়ে ধরা খেয়েছেন। পরে স্থানীয়রা গণধোলাই দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে জানা যায়। ছিনতাইকারী ইব্রাহীম মিয়া কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন রাজটিলা গ্রামের মৃত তুফান মিয়ার ছেলে। তার পূর্বে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় বসবাস করতেন।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টা দিকে হবিগঞ্জ শহরে আশরাফ জাহানের সামনে থেকে ২জন মহিলার সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার সময় জনতা হাতে আটক হয় ইব্রাহিম মিয়া ও তার সহযোগী।
স্থানীয়রা জানান, ইব্রাহিম দীর্ঘদিন ধরে এই চিন্তাই কাজের (এস্কের আলী) সাথে জড়িত। এই কাজে জড়িত রয়েছেন ইব্রাহিমের মেয়ের স্বামী জামাল মিয়া ও তার বড় ছেলে শরিফ মিয়া। বাবা, ছেলে ও মেয়ের স্বামী এই চিন্তাই করতে গিয়ে ধরা খেয়েছেন বহুবার। তাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও আছে। গত বুধবার হবিগঞ্জ শহরে আশরাফ জাহানের সামনে থেকে স্থানীয় ২জন মহিলার সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার সময় জনতা হাতে আটক হয় ইব্রাহিম ও তার সহযোগী। এ নিয়ে Habiganj24, Dinrat News ও দিনরাত নিউজে গণধোলাই দেওয়ার ভিডিও ভাইরাল।
দক্ষিণ রাজটিলা জামে মসজিদের সাধারণ সম্পাদক দুলাল মিয়ার সাথে ইব্রাহিমের বিষয় নিয়ে কথা বললে তিনি এই প্রতিবেদককে জানান, আমাদের আইন হাতে তোলার প্রয়োজন নেই, আগামীকাল ৩০জানুয়ারি শুক্রবার পঞ্চায়েত মিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইব্রাহিম আমাদের এলাকার ও পঞ্চায়েতের বারবার সম্মান নষ্ট করছেন আমরা অনেক ছাড় দিয়েছি আর ছাড় দেবো না। এবার আমরা আইনের আশ্রয় নেব, আইনের মাধ্যমে তার ও তার পরিবারে সর্বোচ্চ শাস্তি দাবি করা হবে।
উল্লেখ্য, গত দুই থেকে তিন মাস পূর্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকায় চিন্তাই করতে গিয়ে ধরা খেয়েছিলেন ইব্রাহিম মিয়া। তার এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বেশ কিছুদিন জেল হাজতে থাকার পর সেখান থেকে বেড়িয়ে আসলে এলাকার মানসম্মান ক্ষুন্ন হওয়ায় একটি প্রতিবাদ গড়ে ওঠে। প্রতিবাদের আলোকে শুক্রবার জুম্মার নামাজে এলাকার মুসল্লীদের সামনে ইব্রাহিম মিয়া প্রতিশ্রুতি করেন এই ধরনের কাজের সাথে আর কোনদিন যুক্ত হবেন না, যদি যুক্ত হয়ে থাকেন তাহলে এলাকার পঞ্চায়েত মিলে যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নেব। এই প্রতিশ্রুতির পরেও দুইবার চিন্তাইয়ে ধরা খেয়ে গণধোলাই এর শিকার হন ইব্রাহিম।