আনোয়ার হোসেন করিম (তজুমদ্দিন ভোলা)
ভোলার তজুমদ্দিন উপজেলার ২নং সোনাপুর ৭ নং ওয়ার্ড ভূইয়া বাড়ির দরজায় গরু চুরি করতে গিয়ে জনগনের হাতে গন পিটুনিতে ২ চোরের মৃত্যু। ঘটনা শুনে তজুমদ্দিন থানা পুলিশ তাদের দুইজনকে তজুমদ্দিন সদর হাসপাতালে নিয়ে আসে, তখন চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষনা করে।
ঘটনা শূর্তে যানা৷যায় তারা দির্গ দিন মানুষের গরু ছাগল চুরি করে আসছে তাদের দরতে পারে না আজ সোনাপুর ৭ নং ওয়ার্ড ভূইয়া বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনগণের হাতে ধরা পড়ে এবং তাদের গন পিটানি দেন। গন পিটানি খেয়ে মৃত্যু বরন করে, (১) নয়ন (২৬) চাঁদপুর ইউনিয়ন ২নং ওয়র্ড বালিয়া কান্দির বাসিন্দা ( ২) আমির হোসেন (২৭) হাকিমুদ্দিন খাশমহল।