মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কেন্দ্রীয় বড় মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা “ফ্রি ফ্রি ফিলিস্তিন”, “বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো”, “ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার”সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া, তাঁরা ইসরাইলের হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, “পশ্চিমা বিশ্ব মানবতার কথা বললেও ফিলিস্তিনের বেলায় তারা নির্বিকার। ইসরাইলের অন্যায় দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। আমরা বিশ্বের মুসলিম উম্মাহকে আহ্বান জানাই, তারা যেন ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেয়।”
মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মুরাদনগর উপজেলা শাখার আমীর মুফতি আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সাদিকুল ইসলাম, উপজেলা সদরের সভাপতি মুফতি আমীর হুসাইন, মুফতি আবু মুসা, হাফেজ আবুল বাশার, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা মাহমুদুল্লাহ, আব্দুর রহমান আল মোজাফফর, মাওলানা দিদার এলাহী প্রমুখ।