মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পুকুর পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউছুফনগর গ্রামে সংগঠনটি ৫৩টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করে।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের সহসভাপতি মো. আল আমিন এবং সহসভাপতির দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম উপস্থিত থেকে আয়োজনে অংশ নেন। এছাড়া সংগঠনের সভাপতি মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সকলের প্রতি শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে সংগঠনের সভাপতি বলেন, “আমাদের সমাজে অনেক মানুষ আছেন, যারা নানা কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। পুকুর পাড়া সমাজ কল্যাণ পরিষদ সবসময় চেষ্টা করে তাদের পাশে দাঁড়ানোর। এই ঈদ সামগ্রী বিতরণ আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা চাই, সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও সংগঠন একসঙ্গে কাজ করলে কোনো অসহায় মানুষ না খেয়ে থাকবে না, কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগ সফল করতে যারা পরিশ্রম করেছেন, সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও আমরা এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবো। সকলের সহযোগিতায় আমাদের সমাজ আরও সুন্দর ও সমৃদ্ধ হয়ে উঠবে।”
ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। সংগঠনের সদস্যরা জানান, তারা চেয়েছেন যেন দরিদ্র পরিবারগুলোর ঈদের আনন্দ পূর্ণতা পায় এবং তারা যাতে পরিবারের সঙ্গে হাসিমুখে ঈদ উদযাপন করতে পারেন।
পুকুর পাড়া সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। প্রথম বছরেই সংগঠনটি বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করে প্রশংসিত হয়েছে।
এবার রমজান উপলক্ষে তারা বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেছে, যা অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে সহায়তা করেছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখবেন।
এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, সমাজের প্রত্যেকটি বিত্তবান ব্যক্তি বা সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে। এ সময় তারা পুকুর পাড়া সমাজ কল্যাণ পরিষদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তারা সবাইকে সহযোগিতার আহ্বান জানান, যাতে আরও বেশি মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারে।