আমতলী উপজেলা প্রতিনিধি,,, জানা গেছে ব্যবসায়ি মোঃ কবির হোসেন বুধবার রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রতিদিনের মতো বাড়ি যাচ্ছিলেন। এমন সময় একই গ্রামের প্রভাবশালী চাঁদাবাজরা এসে হামলা ও লুটপাট করে।
একপর্যায়ে ব্যবসায়িক কবির হোসেন চিৎকার করলে তাকে বাঁচাতে এগিয়ে আসে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে ২৬ মার্চ বুধবার রাত ১১ সময় হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের তুজির গোজা কালভার্ট নামক স্থানে।
এই নিয়ে ভুক্তভোগী মোঃ কবির হোসেন, বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ কাওসারকে আসামি করে অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ।
ভুক্তভোগী কবির হোসেন বলেন ”এখন আমি আমার পরিবার নিয়ে চিন্তিত, জীবনে নিরাপত্তা চাচ্ছি প্রশাসনের কাছে।”
আমতলী থানার অফিসার ইন চার্জ মো : আরিফুল ইসলাম বলেন আদালতে একটি মামলা হয়েছে, আমাদের কাছে তদন্ত এসেছে তদন্তের কাজ চলমান আছে।