নিজস্ব প্রতিনিধি,,,,ভোলার মনপুরায় সাবেক ছাত্রদল নেতা রাশেদ হত্যাকান্ডের ঘটনায় প্রধান ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ই এপ্রিল) সকালে ঢাকার গুলশান এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃত আসামীরা হলেন, মোঃ গিয়াস উদ্দিন মিঝি মোঃ হালিম মিঝি এবং মোঃ করিম মিঝি এদের প্রত্যেকেই মনপুরা দক্ষিণ সাকুচিয়া ০৪নং ওয়ার্ডের মৃত লোকমান মিঝির ছেলে।এর আগেও এ মামলায় আরো ৪ জন আসামীকে গ্রেফতার করে পুলিশ।
আজ বুধবার সকালে ভোলার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন,পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কাজে দ্বন্দ্বের জের ধরে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ কে খুনের ঘটনায় মনপুরা থানায় একটি মামলা হয়। ওই মামলায় এর আগে ৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।তবে এ ঘটনার প্রধান আসামীরা এতোদিন ধরা ছোয়ার বাহিরে ছিলো।পরে পুলিশি তৎপরতা বৃদ্ধি করে অভিযান পরিচালনার মাধ্যমে রাজধানী ঢাকার গুলশান থানা এলাকা থেকে প্রধান ৩ আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
উল্লেখ্য, গত ১৯শে মার্চ সকালে মনপুরার ০৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুর উদ্দিন মার্কেটের পূর্ব পাশে বেড়ী বাঁধের উপর পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাধের কাজ নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু পক্ষের সংঘর্ষ হয়।এ সংঘর্ষে মোঃ রাশেদ গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সাবেক এ ছাত্রদল নেতা পথি মধ্যে মারা যান।