ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শুক্রবার ( ১৮ জুলাই ২০২৫ ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা এবং PR পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জেলা সভাপতি মোঃ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, প্রচার সম্পাদক এইচএম ইব্রাহিম আরিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক এইচএম হাবিবুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সাবিব।
আরো ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী, দাওয়া সম্পাদক হোসাইন আহমেদ শাহিন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাকিব আহমেদ যোবায়ের , অর্থকল্যাণ সম্পাদক ইমরান হোসাইন, বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বাপ্পি, দৌলতখান থানা শাখার সভাপতি মোখতার হোসেন, ভোলা সরকারি কলেজ শাখার সহ-সভাপতি আরিফ বিল্লাহ ওমর সহ জেলা, থানা ও ইউনিয়ন শাখার প্রমুখ নেতৃবৃন্দ।