মনপুরা (উপজেলা) প্রতিনিধি,,,,
বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ডুবে থাকা জাহাজের ধাক্কায় তলা ফেটে ভোলার মনপুরার ১ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
রবিবার (২৭ জুলাই) ভোর ৬টায় লাল বয়ার পূর্ব-দক্ষিণ পাশে সাগর মোহনায় এই ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ জেলে নিখোঁজ ছিল পাঁচ ঘন্টা । ৫ ঘণ্টা পরে মজিদ মাঝির ও সেকান্তর মাঝি’র ট্রলার জেলেদের ভাসতে দেখে তাদের উদ্ধার করেন।
ডুবে যাওয়া ট্রলারের মালিকের পক্ষে জনতা বাজারের ব্যবসায়ী সাত্তার পাটাওয়ারী সকালের শিরোনাম কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলেদের উদ্ধার করা হলেও ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধারের জন্য অন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক হলেন, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা লোকমান হোসেন ঢালীর।
ডুবে যাওয়া ট্রলারে’র মাঝি সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে জনতা বাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারে যাওয়ার পথেই ডুবন্ত জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বোটের তলা ফেটে ট্রলার টি ডুবে যায়। এই সময় ট্রলারে ২২ জন জেলে নিখোঁজ ছিল, পরে তাদের মনপুরার অন্য ট্রলার উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আলমগীর হোসেন বলেন, ট্রলারডুবির ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে খোঁজ-খবর নিয়ে দেখছি।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, একজন আমাকে মুঠোফোনে জানিয়েছে এবং সব জেলেদের উদ্ধার করা হয়েছে।