অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াল আলগী যুবশক্তি ফাউন্ডেশন
মোঃ আজাদ
-
প্রকাশিত:
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
-
৩৭
বার পড়া হয়েছে

মোঃ আজাদ
আর্তমানবতার সেবায়, অসহায় মানুষের কল্যাণে আলগী যুব শক্তি ফাউন্ডেশন এর উদ্যোগে ছোট আলগীর ক্যান্সারে আক্রান্ত মোঃ সিরাজ কে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর ) বাদ আসর ছোট আলগী এলাকার (৮নং ওয়ার্ড) বাইতুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে অসহায় ওই পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আলগি শক্তি ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি, আলহাজ্ব মোহাম্মদ মোসলে উদ্দিন। সহসভাপতি, মোহাম্মদ আব্দুর রহমান। সরকারি অর্থ সম্পাদক,মোহাম্মদ নূর নবী।ও সদস্য মোহাম্মদ মিরাজ সহ আরো অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, ছোট আলগী যুবশক্তি ফাউন্ডেশন চেষ্টা করে সব সময় অর্থ দিয়ে গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে সহযোগিতায় এগিয়ে আসছে।
ইসলাম সব সময় ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। অসহায় অসচ্ছল মানুষের সেবায় এগিয়ে আসা ইসলামে অন্যতম ইবাদত। আল্লাহ যাকে অর্থ-সম্পদ দিয়েছেন তিনি সে সম্পদ থেকে অভাবী মানুষকে সাহায্য করলে তাতে আল্লাহতায়ালা খুশি হন।
এ ধরনের মানবিক কর্তব্য পালন রাত জেগে অবিরাম নফল নামাজ আদায় ও অবিরত নফল রোজার সমতুল্য।
মুমিন মাত্রই একে অন্যের ভাই। এক মুমিন অপর মুমিনের মধ্যে এমন ভালোবাসা ও আন্তরিকতা থাকবে যে, পরস্পর একটি দেহের মতো মনে হবে। একজনের ক্ষতি আরেকজনকে ততটাই আহত করবে, মাথায় আঘাত পেলে যেমন সারা শরীর আহত হয়। বিপদগ্রস্ত ও অভাবের সময় একে অন্যের প্রতি আন্তরিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন