শার্শা, যশোর, প্রতিনিধি,,,য শোরের শার্শা উপজেলার বিভিন্ন অঞ্চলে এ বছর আমের ফলন খুবই ভালো হয়েছে বলে জানান।
এ বিষয়ে চাষীদের মতামত জানতে চাইলে, মোঃ হাসান, ও মোঃ সালাম হাসান, তিনি জানান। গত বছরের তুলনায় এ বছরেও আমের ফলন খুবই বেশি হয়েছে।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এই অঞ্চলে আমের মুকুল এবং ফলন আগাম হয়েছে। যার কারণে আম দ্রুত বড় হয়েছে। এছাড়াও বর্তমান বাজারে গুটি আমের চাহিদা বেশি তাই তারা অনেক খুশি, আশা করি এবছরও ভালো লাভবান হব। আরো তিনি জানান, এবছরের প্রাকৃতিক আবহাওয়া ভালো থাকার কারণে আমের মুকুলে কোন ক্ষয়ক্ষতি হয়নি এজন্য আম ধরন খুবে ভালো হয়েছে।
তিনি আরো বলেন একটু বৃষ্টি হলে আরো আমের খুব ভালো উপকার পেতেন।